ইচ্ছেঘুড়ি ,আত্মনির্ভর

আত্মনির্ভর-২

“আত্ননির্ভর -২”
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মৃত্যুবরণ করেন সুখি বেগমের স্বামী ইউসুফ । স্বামীর লাশটি দেখার সুযোগটুকুও হয়নি তার।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর পর সকল দায়ভার এসে পরে সুখি বেগমের উপর। অভাবের সংসার পরিচালনা করতে গিয়ে বড় ছেলেকে লেখাপড়া করানোর সুযোগটুকুও পাননি। কিন্তু এখনও স্বপ্ন দেখেন ছোট ছেলেটিকে লেখাপড়া করানোর। তবে প্রতিদিনের রুটি রোজগারই যখন তাদের জন্যে কষ্টকর তখন স্বপ্ন তো স্বপ্নেই থেকে যায়।
সুখি বেগম কখনো অন্যের বাসায় কাজ করে, কখনো মানুষের শস্য ক্ষেতে কাজ করেই জীবিকা নির্বাহ করছেন।তার এই স্বল্প আয়ে পরিবারটিও চলছে অর্ধহারে-অনাহারে।
ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন এর পক্ষ থেকে সুখি বেগমকে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়,এখন থেকে যা তার পরিবারের মৌলিক চাহিদাটুকু পূরণে অনেকাংশেই ভূমিকা রাখবে ইনশাআল্লাহ ।
(স্থান: চালিতাবুনিয়া, রাঙাবালী, পটুয়াখালী)

2 thoughts on “আত্মনির্ভর-২”

Leave a Comment