আত্ননির্ভর-৭

“আত্ননির্ভর-৭”
মোঃ রাসেল ভাই। স্ত্রী ও কন্যাসহ পরিবারে সদস্য তিনজন। পৈতৃক সম্পত্তি বলতে বসতভিটাটুকুই সম্বল।
বিভিন্ন মৌসুমি কাজ করেই চলে তার সংসার। করোনার কারনে সে সুযোগও সংকীর্ণ হয়ে গেছে অনেকাংশে। তারমধ্যে আবার প্রায়শই বিভিন্ন রোগে-শোকে বিপর্যস্ত থাকেন তিনি। অর্ধাহারে অনাহারে দিশেহারা রাসেল ভাই স্বপ্ন দেখতেন স্থায়ী একটি আয়ের সুযোগ পাওয়ার।
আলহামদুলিল্লাহ্‌, ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন তার স্বপ্ন পূরণে এগিয়ে আসে। ফাউন্ডেশনের “আত্মনির্ভর” কর্মসূচির আওতায় রাসেল ভাইয়ের জন্য কাছে একটি টমটম গাড়ী পৌঁছে দেওয়া হয়।কারণ, উপকূলীয় অঞ্চলগুলোতে টমটম গাড়ীগুলোই সর্বাধিক ব্যবহৃত হয়।
আশা করা যায় এর মাধ্যমে তার স্থায়ী আয়ের ব্যবস্থা হবে এবং সময়ের ব্যবধানে তিনি আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠবেন ইনশাআল্লাহ।
স্থান: গলাচিপা, পটুয়াখালী।

5 thoughts on “আত্ননির্ভর-৭”

Leave a Comment