ইচ্ছেঘুড়ি

আত্ননির্ভর-০৬

“আত্ননির্ভর-০৬”
আজকের গল্পটা জাকিরুলের।
২০ বছর বয়সী জাকিরুল একজন শারীরিক প্রতিবন্ধী। বাবা মারা গেছেন অনেক আগেই, ওর বৃদ্ধ মা ই ওকে দেখাশোনা করেন।
অর্থনৈতিকভাবে আগে থেকেই খুব দরিদ্র ,এর উপর আবার করোনার প্রকোপ বাড়ার ফলে এদিক সেদিক থেকে মানুষজন যা সহযোগিতা করতো,তাও বন্ধ হয়ে যায়।ফলে তারা একপ্রকার মানবেতর ভাবে জীবন যাপন করছিলেন।
ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন থেকে জাকিরুলের মায়ের সাথে যোগাযোগ করা হয় এবং জানতে চাওয়া হয় যে তিনি কোন কাজটি করতে পারবেন?
তিনি জানান, তাকে যদি ছোট ব্যবসার (কাপড়ের) ব্যবস্থা করে দেওয়া হয়, সেই কাপড়গুলো তিনি গ্রামের বিভিন্ন বাড়ীতে বিক্রি করতে পারবেন এবং এটা দিয়ে ইনশাআল্লাহ সংসার চালাতে পারবেন।
আলহামদুলিল্লাহ্‌, জাকিরুলের মাকে কাপড়ের ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
ইনশাআল্লাহ, এর মাধ্যমে তাদের দৈন্যদশা অনেকাংশেই কেটে যাবে।
স্থান:দুলালবাড়ির চর, গুচ্ছগ্রাম, ময়মনসিংহ।

4 thoughts on “আত্ননির্ভর-০৬”

Leave a Comment