“শপথ নিয়েছে ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন,
শুধু সাহায্য নয়-চায় দারিদ্র্য বিমোচন”

ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন

আত্ননির্ভর

মোজাম্মেল হক চাচাকে ইচ্ছেঘুড়ির পক্ষ থেকে ভ্যান উপহার

“আত্ননির্ভর-১১”
৪৮ বছর বয়সী মোজাম্মেল হক চাচা, মানুষের জমিতে কৃষি কাজ করে দিন চালাতেন। একসময় তার নিজস্ব রিক্সা ছিলো, যেটা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে রিক্সাটি বিক্রি করতে হয়েছিলো। বর্তমানে সম্পদ বলতে শুধু ২ শতক জমির উপর একটি চালা ঘর আছে। এমতাবস্থায় কৃষি কাজ করে এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পরেছিলো তার জন্যে। এমতাবস্থায়, খুব দরকার ছিলো স্থায়ী একটি আয়ের ব্যবস্থা হওয়ার। ফলশ্রুতিতে কিছুদিন আগে তিনি আমাদের সাথে যোগাযোগ করে একটি ভ্যানের জন্যে আবেদন করেন।
আলহামদুলিল্লাহ্‌, ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন এর পক্ষ্য থেকে মোজাম্মেল হক চাচাকে ভ্যানটি পৌঁছে দেওয়া হয়েছে।
আশা করা যায় এই ভ্যানের মাধ্যমে তার স্থায়ী আয়ের ব্যবস্থা হবে এবং সময়ের ব্যবধানে তিনি আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠবেন ইনশাআল্লাহ।

Leave a Comment

Your email address will not be published.

0