“আত্ননির্ভর-০৯”
হামিদুর রহমান চাচা।
পেশায় ছিলেন একজন দিনমজুর। তিন মেয়ে ও এক ছেলে তার।একসময় কিছু পৈতৃক জমিজমা ছিলো বিধায় কৃষি কাজ করতেন। কিন্তু প্যারালাইজড স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে ধীরে ধীরে সব জমিজমা বন্ধক রাখেন তিনি।
এখন আর নিজের আওতায় কোন জমিই নেই।
যার ফলে বাধ্য হয়ে এখন দিনমজুরী করে কোনোভাবে সংসার চালানোর চেষ্টা করছেন। খুব টানাপোড়নের মধ্যে দিন কাটছিলো পুরো পরিবারের।
তার ইচ্ছে ছিলো কোনোভাবে লোনের মাধ্যমে একটা ভ্যান নিতে পারলেও হয়তো বন্ধকি জমি গুলো ছাড়িয়ে নিতে পারতেন এবং স্ত্রীর চিকিৎসা কনটিনিউ করতে পারতেন।
ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন, হামিদ চাচাকে একটি নতুন ভ্যান উপহার হিসেবে পৌঁছে দিয়েছে। আশা করা যায় এর মাধ্যমে তার স্ত্রীর চিকিৎসা চলমান রাখার পাশাপাশি জমিগুলোও ছাড়িয়ে নিতে পারবেন।
স্থানঃ ময়নাকুড়ি, কিশোরগঞ্জ, নীলফামারী
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.