আত্ননির্ভর -০৫
হাসনা বানু আপার পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার স্বামী হায়াত আলী।
যিনি আগে রাজমিস্ত্রির কাজ করতেন। একদিন কাজ করার সময় দুর্ঘটনাবশত পাশের বাড়ির একটি নারিকেল গাছ তার পিঠের উপর পড়ে যায়,ফলে vertebrae fracture হয়ে spinal cord injury হয়ে যায়। এরপর থেকে তিনি পংগু অবস্থায় জীবন যাপন করছেন।
বর্তমানে ছোট দুইটি সন্তান সহ পুরো পরিবারের দায়িত্ব এসে পরে হাসনা বানু আপার উপর। তিনি মানুষের থেকে চেয়ে চেয়ে সাহায্য নিয়ে পরিবার চালাচ্ছিলেন। এখন তাদের পরিবারের এমন অবস্থা যে, একবেলা খেতে পারলে পরের বেলা কি খাবে তা সম্পূর্ণ অনিশ্চিত।
ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন এর পক্ষ থেকে হাসনা বানু আপার কাছে একটি সেলাই মেশিন পৌঁছিয়ে দেওয়া হয়েছে।
আশা করা যায়, এই সেলাই মেশিনের মাধ্যমে হাসনা বানু আপা একটি উপার্জনের ব্যবস্থা করে নিতে পারবেন এবং তার পরিবারের দু:খ, দুর্দশা অনেকাংশেই দূর হবে ইনশাআল্লাহ।
ঠিকানা: কেশবপুর, সদর, রংপুর।
Al great deal for a web developer. Details: https://zetds.seychellesyoga.com/var_montero
Content for your website https://zetds.seychellesyoga.com/info
Your article helped me a lot, is there any more related content? Thanks!