ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন –
অনেক বছর থেকেই শরীরের এক অংশ প্যারালাইজড হুমায়ুন কবির ভাইয়ের। শারীরিক এই দুর্বলতার কারণে না পারেন মানুষের জমিতে কৃষি কাজ করতে, না পারেন ইট ভাটায় ইট টানতে, না পারেন ভাড়ায় রিক্সা বা ভ্যান চালাতে। এদিকে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং সন্তানের দায়িত্ব সম্পূর্ণ
তার উপর। সব মিলিয়ে খুব কঠিন সময় অতিবাহিত করছিলেন। এক বেলা খাবার খেতে পারলেও দেখা যেতো আরেক বেলায় বাড়িতে
রান্নাই হতো না। এমন অবস্থায় তিনি ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশনের কাছে একটি দোকানের জন্যে আবেদন করেন। আলহামদুলিল্লাহ, তারই
প্রেক্ষিতে হুমায়ুন ভাইকে একটি মুদি দোকান ঘর এবং মালামাল হস্তান্তর করা হয়েছে। আশা করা যায়,এই দোকানটির ওয়াসিলায় হুমায়ুন
ভাইয়ের বাড়িতে রান্নার জন্যে আর কখনো বসে থাকা লাগবে না এবং তাদের দুর্দিনগুলো দ্রুতই কেটে যাবে ইনশাআল্লাহ।
স্থান:কোনাপাড়া, গৌরিপুর, ময়মনসিংহ।
ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশনের উদ্দ্যেশ্য
আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, দারিদ্রতার কষাঘাতে যারা হাসতে পর্যন্ত ভুলে গেছে।আমাদের মৌলিক চাহিদা ৫ টি হলেও দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকাই তাদের একমাত্র চাহিদা।আমরা বিভিন্ন সময়ে অনেকেই এসব হতভাগ্য মানুষদের সাহায্যে এগিয়ে আসি, যা প্রয়োজনেরতুলনায় নিতান্তই অপ্রতুল। আবার বেশিরভাগ সময় সাহায্যের তুলনায় বিজ্ঞাপনটাই হয়ে উঠে মূখ্য উদ্দেশ্য।এমনই যখন বাস্তবতা,তখন সম্পূর্ণ প্রচার বিমুখ থেকে সামর্থ্যের সবটুকু দিয়ে এসব দুঃখী মানুষের দুঃখলাঘবের স্বপ্ন দেখে “ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন”। ২০১৯ সালের পহেলা সেপ্টেম্বর একঝাঁক তরুনমানবতাবাদীদের অংশগ্রহণে যাত্রা শুরু করে মানবতার এ সংগঠন ।ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে একদিন সাহায্য গ্রহনের মত কেউথাকবেনা।এ লক্ষ্যে বেকার যুবক ও কর্মহারা মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য “আত্ননির্ভর” প্রজেক্ট পরিচালনা করছে ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন ।ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন বিশ্বাস করে অশিক্ষাই দারিদ্র্যের প্রধান কারণ।তাই সমাজের সুবিধাবঞ্চিত শিশুদেরশিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করা এবং শিক্ষার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে আমাদের ফাউন্ডেশন।পাশাপাশি, গৃহহীন মানুষদের একটি নিরাপদ আশ্রয়স্থল উপহার দেওয়ার লক্ষ্যে ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন “ইচ্ছেনিবাস” প্রজেক্ট পরিচালনা করছে।তাছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগসহ নানা প্রতিকূল অবস্থায় অসহায় মানুষদের পাশে আরো বড়পরিসরে দাঁড়ানো ,বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসার সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছিয়ে দেওয়া সহ বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজ আরো বৃদ্ধি করার পরিকল্পনা নিয়ে এগিয়েযাচ্ছে ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন।এক কথায় বলতে গেলে-“শপথ নিয়েছে ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন,শুধু সাহায্য নয়-চায় দারিদ্র্য বিমোচন”সর্বোপরি আমাদের এ মহৎ কাজে সমাজের বিত্তবানরা উদার হৃদয় নিয়ে এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা।
certainly like your website but you need to take a look at the spelling on quite a few of your posts Many of them are rife with spelling problems and I find it very troublesome to inform the reality nevertheless I will definitely come back again
Pretty! This has been a really wonderful post. Many thanks for providing these details.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
child porn
child teen porn
Hi my loved one I wish to say that this post is amazing nice written and include approximately all vital infos Id like to peer more posts like this