আত্ননির্ভর-৮

“আত্ননির্ভর-৮”
ফরিজ ইসলাম চাচা। পেশায় তিনি ছিলেন একজন দিনমজুর। ট্রাক থেকে বিভিন্ন মালামাল উঠানো এবং নামানোর কাজ করতেন।
পৈতৃক বসতভিটা ছাড়া চাষাবাদ করার মতো কোনো জমিও নেই। স্থায়ী কোনো আয়ের উৎস না থাকায়, অনেকটা অভাবের মধ্যে দিয়ে দিন যাচ্ছিলো তার পরিবারের।
এমনিতে দিনমজুর হিসেবে স্বল্প আয় তার, এর উপর কখনো অসুস্থতা, কখনো প্রতিকূল পরিবেশ, কখনো লকডাউন সব মিলিয়ে একটা কঠিন সময় পার করছিলেন।
এমতাবস্থায়, খুব দরকার ছিলো স্থায়ী একটি আয়ের ব্যবস্থা হওয়ার।
আলহামদুলিল্লাহ্‌, ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশন এর পক্ষ্য থেকে “আত্মনির্ভর” কর্মসূচির আওতায় ফরিজ চাচাকে একটি ভ্যান পৌঁছে দেওয়া হয়েছে।
আশা করা যায় এই ভ্যানের মাধ্যমে তার স্থায়ী আয়ের ব্যবস্থা হবে এবং সময়ের ব্যবধানে তিনি আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠবেন ইনশাআল্লাহ।
স্থান: দক্ষিণ দূরাকটি,কিশোরগঞ্জ,নীলফামারী

3 thoughts on “আত্ননির্ভর-৮”

Leave a Comment